আমাদের মাদরাসায় পড়ার অন্যতম কারণ

এই মাদরাসায় আপনাদের স্বাগতম

 

প্রিয় অভিভাবক,

আপনাদের সকলকে উক্ত মাদরাসায় স্বাগতম।

এখন অনলাইনে ভিডিও লাইভ ক্লাস চলতেছে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।

মেনুতে যান⇒ ই লার্নিং ⇒ লাইভ ক্লাস ⇒ আইডি দাও ⇒ সাবমিট করুন

এক নজরে উক্ত মাদরাসার বৈশিষ্ট্যসমূহ ঃ
  • মাদরাসার অবস্থান ও সহজ যোগাযোগ ব্যবস্থা।
  • মাদরাসা পরিচালনা পর্ষদ কর্তৃক সার্বক্ষণিক তদারকি।
  • সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার মাধ্যমে যথাযথ মূল্যায়ন।
  • ভর্তি ফি যৌক্তিক ও আপানার সাধ্যের মধ্যে।
  • তরুণ, মেধাবী ও সুশিক্ষিত শিক্ষক-শিক্ষিকা দ্বারা পাঠদান।
  • শ্রেণির পড়া শ্রেণিতে আদায়ের ব্যবস্থা।
  • সৃজনশীল শিক্ষা পদ্ধতির মাধ্যমে পাঠদান।
  • ইংরেজি ও ধর্মীয় শিক্ষার উপর বিশেষ গুরুত্ব প্রদান।
  • দূর্বল ছাত্র/ছাত্রীদের পাঠদানে বিশেষ গুরুত্ব প্রদান।
মহৎ ও আদর্শ জীবন গঠনে শৃঙ্খলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিম্নোক্ত নিয়ম শৃঙ্খলা ছাত্র-ছাত্রীদের জন্য অবশ্য পালণীয়ঃ
  • বন্ধ ব্যতীত প্রতিদিন যথাসময়ে মাদরাসায়ে আসবো।
  • প্রতিদিন গোসল করে, পরিস্কার-পরিচ্ছন্ন হয়ে স্কুল ড্রেস পরে জুতা পায়ে দিয়ে মাদরাসায়ে আসবো।
  • প্রতিদিনের পড়া প্রতিদিন শিখে আসবো।
  • বড়দের সালাম/আদাব দিব, শ্রদ্ধা করব এবং ছোটদের স্নেহ করবো।
  • শিক্ষকদের সম্মান করব এবং তাঁদের উপদেশ মেনে চলবো।
  • বিষয়ভিত্তিক খাতা, বই ও কলম/পেন্সিল নিয়ে আসবো।
  • নখ, চুল ছোট করবো এবং চুল আঁচড়িয়ে মাদরাসায়ে আসবো।
  • শ্রেণি শৃঙ্খলা বজায় রাখবো, শ্রেণিকক্ষ ও মাদরাসায় আঙ্গিনা অপরিচ্ছন্ন/নোংরা করবো না।
  • মাদরাসার আসবাবপত্র যত্ন সহকারে ব্যবহার করবো।
  • মাদরাসার দেয়ালে ও বেঞ্চে কিছু লিখবো না।
  • অনুমতি না নিয়ে অন্যের কোনো কিছু ব্যবহার করবো না। শ্রেণিকক্ষে/মাদরাসায়ে কোন কিছু পেলে শিক্ষকের নিকট তা জমা দেবো।
  • প্রতিদিন সমাবেশে অংশগ্রহণ করবো।
  • মাদরাসায়ে সাংস্কৃতিক কর্মকান্ড ও খেলাধূলায় অংশগ্রহণ করবো।
  • ‘ছেলে-মেয়ে সবাই সমান’ তা মেনে চলবো।
  • টয়লেট ব্যবহার করার পর সাবান দিয়ে হাত ধৌত করবো এবং টয়লেট পরিস্কার রাখবো।
  • অপরিচিত লোকের দেয়া কিছু খাবো না এবং তাদের সাথে যাবো না।
  • নামাজের সময় নামাজ পড়বো / প্রার্থনার সময় প্রার্থনা করবো।
  • শ্রেণিপাঠে মনোযোগ দেবো এবং হাতের লেখা সুন্দর করবো।
  • শিক্ষকের অনুমতি না নিয়ে মাদরাসা ত্যাগ করবো না।
প্রয়োজনীয় নির্দেশিকা
  • মাদরাসার নির্ধারিত পোশাক পরিধান করা বাধ্যতামূলক। অন্যথায় শ্রেণি কার্যক্রম অংশগ্রহণ করতে দেওয়া হবে না।
  • নির্দিষ্ট সময়ে নিয়মিত মাদরাসায় আসা।
  • মিড টার্ম পরীক্ষায় যথাসময়ে অংশগ্রহণ করা।
  • শ্রেণিকক্ষ পরিস্কার পরিচ্ছন্ন রাখা ও আসবাবপত্র সংরক্ষণ করা।
  • মাদরাসায় অনুপস্থিত থাকলে, অনুপস্থিতি প্রতিবেদন অংশে অভিভাবকের স্বাক্ষরসহ অনুপস্থিতির কারণ লিখে দিতে হবে। অন্যথায় শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করতে দেওয়া হবে না।
  • প্রতি মাসের বেতন ১ থেকে ১০ তারিখের মধ্যে অগ্রিম পরিশোধ করতে হবে।
  • প্রতিদিনের পাঠ্যক্রম, মাদরাসা কার্যক্রম, শিক্ষা কার্যক্রম বা অন্য যে কোন বিষয়ে অভিভাবকগণের অভিযোগ, পরামর্শ বা মতামত মাদরাসা কার্য দিবসে ছাত্র-ছাত্রীদের স্ব স্ব শ্রেণিতে উপস্থিত থেকে বিষয় শিক্ষক-শিক্ষিকাদের জানাতে পারেন।
প্রতি শিক্ষাবর্ষে নিম্নলিখিত পরীক্ষসমূহ অনুষ্ঠিত হবে।
  • পাঠ শেষে নিয়মত ক্লাস টেষ্ট।
  • সাময়িক পরীক্ষার মাঝে মিড টার্ম পরীক্ষা।
  • প্রথম সাময়িক পরীক্ষা।
  • দ্বিতীয় সাময়িক পরীক্ষা।
  • চূড়ান্ত মূল্যায়ন / বার্ষিক পরীক্ষা।