মাদরাসার ইতিহাস

بسم الله الرحمن الرحيم

 “الكريم" نحمده ونصلى على رسوله 

চট্টগ্রাম জেলার পূব© প্রান্তে কর্ণফুলী নদীর ছোঁয়ায় ধন্য বাকলিয়া থানার বুকে মনোরম , দৃষ্টিনন্দন পরিবেশে অবস্থিত একটি ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কামালে ইশকে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজিল (স্নাতক) মাদ্ রাসা। 1992 সালে দ্বীনি শিক্ষা প্রসারের সুদূর প্রসারী চিন্তা নিয়ে যাত্রা শুরু করে। প্রথম দফায় ফোরকানিয়া মাদরাসা ও একটি মসজিদ দিয়ে এর কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে পর্যায়ক্রমে দীঘ© 12 বৎসরে এক একটি শ্রেণি করে কন্টকার্কীণ পথ অতিক্রম করে 2003 সালে একটি দাখিল মাদরাসা হিসেবে পূর্ণতা লাভ করে। 2007 সালে আলিম মাদরাসা হিসেবে একাডেমিক স্বীকৃতি লাভ করে। 2018 ইং সালে ফাজিল (স্নাতক) পাঠদান অনুমতি লাভ করে। সে থেকে শুরু এ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের এগিয়ে যাওয়ার পালা। বিভিন্ন ঘাত, প্রতিঘাত, আনন্দ, বেদনা স্মৃতি, সফলতা, নিস্ফলতার দোলাচলে প্রতিষ্ঠানটি আজকের এ অবস্থানে এসে দাড়াতে সক্ষম হয়েছে। ধীরে ধীরে এ প্রতিষ্ঠান ফুলে ফলে সুশোভিত হতে চলেছে। এই পথ চলায় এ প্রতিষ্ঠানের রয়েছে এক গৌরবোজ্জ্বল ইতিহাস। অত্র প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান কামালে ইশকে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্রাস্ট, মাদরাসা পরিচালনা পরিষদ, শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রী, অভিভাবক-অভিভাবিকা ও বিভিন্ন শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গের সম্মিলিত প্রচেষ্টার ফলে এই প্রতিষ্ঠান চট্টগ্রাম জেলার পাশাপাশি সারা দেশে একটি অবস্থান তৈরী করতে সক্ষম হয়েছে। প্রতিষ্ঠার পরবর্তী প্রতি বৎসর ভালো ফলাফল অজ©নের ক্ষেত্রে এ প্রতিষ্ঠানের ধারাবাহিক  একটি সফলতার যোগসূত্র রয়েছে। এবতেদায়ী বৃত্তি থেকে শুরু করে দাখিল পরীক্ষায় সারাদেশে সেরা 20 মাদরাসার তালিকা 11তম স্থান অজর্নে সক্ষম হয়েছে। 2012 সালে দাখিল পরীক্ষায় চট্টগ্রাম বিভাগের সেরা বিশ মাদরাসার 10ম স্থান লাভ করে। 2013 সালে দাখিল পরীক্ষায় চট্টগ্রাম সেরা 20 মাদরাসার মধ্যে 4থ© এবং জেডিসি পরীক্ষায় সেরা 20 মাদরাসার মধ্যে 9ম স্থান লাভ করেছে। এছাড়াও 2014 সাল থেকে অদ্যাবধি সকল পাবলিক পরীক্ষায় শতভাগ সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। নিঃসন্দেহে এ বিশাল সাফল্যের জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে শোকরিয়া আদায়ের পাশাপাশি তাঁর হাবীবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে দরূদ ও সালাম আদায় করতে আমরা বদ্ধপরিকর। আজকের এই শুভলগ্নে আমাদের সকলের একমাত্র কামনা অর্জিত এ সফলতা ভবিষ্যতে ধরে রাখা এবং এ অর্জনকে আরও উন্নতি করার জন্য সব©শক্তি নিয়োগ করা।

আমীন, আমীন ...  বেহুরমতে সাইয়্যিদুল মুরসালিন।