সভাপতির বাণী

بسم الله الرحمن الرحيم

نحمده ونصلى على رسوله الكريم

সমগ্র বিশ্ব জাহানের প্রতিপালক মহান আল্লাহ তায়ালার দরবারে অসংখ্য শোকরিয়া আদায় করছি, যিনি বিচার দিনের মালিক। সাথে সাথে হুজুর মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরণ যুগলে অগণিত দরুদ ও সালাম প্রেরণ করছি যিনি সাইয়্যেদুল মোরছালীন উপাধিতে ভূষিত হয়েছেন। দ্বীনি শিক্ষা হলো আল্লাহ তায়ালা ও তাঁর প্রিয় হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের মাধ্যম। কেননা আল্লাহ তায়ালা যাকে পছন্দ করেন তাকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেন। বর্তমান বিশ্বে ধর্মীয় জ্ঞান অর্জন বিচ্ছিন্ন কোন জ্ঞান অর্জন নয়। তা ইহকালীন ও পরকালীন উভয় জাহানের মুক্তির নির্দেশনা বিদ্যমান রয়েছে। এ কারণে দ্বীনি শিক্ষায় শিক্ষিতরা দ্বীনি শিক্ষার পাশাপাশি জাগতিক বিভিন্ন বিষয়ে সমানতালে অবদান রেখে যাচ্ছে। সেজন্য আমরা দেখি দ্বীনি শিক্ষা যত বাঁধা পেরিয়ে নিজস্ব স্বকীয়তায় এগিয়ে যাচ্ছে। আমরা দ্বীনি শিক্ষার প্রসারের একজন অংশীদার হতে পেরে গৌরবান্বিত। দ্বীনি শিক্ষার এ রকম একটি প্রতিষ্ঠান হলো - কামালে ইশকে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজিল (স্নাতক) মাদরাসা। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে উত্তরোত্তর উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। মাদরাসার পাবলিক পরীক্ষার ফলাফল তথা ঈর্ষান্বিত ফলাফল অর্জনের ক্ষেত্রে ধারাবাহিকতার সাফল্যের যোগসূত্র বললে চলে। ইবতেদায়ী শিক্ষা সমাপণী মেধাবৃত্তি থেকে শুরু করে জেডিসি ,  দাখিল, আলিম পরীক্ষা সর্বক্ষেত্রে অত্র প্রতিষ্ঠানের আলাদা অবস্থান রয়েছে। এ ক্রমবর্ধমান উন্নতিকে ধরে রাখতে ও বেগবান করতে আমরা বদ্ধ পরিকর। এ লক্ষ্যে আমরা চাই শিক্ষক , শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সমন্বিত প্রচেষ্টাকে প্রবাহমান রাখতে। এ লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতা, কল্যাণমূলক উপদেশ ও গঠনমূলক সমালোচনা এবং দোয়া কামনা করছি।

(শেখ মুহাম্মদ রফিকুল ইসলাম বাবলু)

সভাপতি- কামালে ইশকে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজিল (স্নাতক) মাদরাসা