বিসমিল্লাহির রাহমানির রাহিম
“নাহমাদুহু ওয়া নুছাল্লি আলা রাসুলিহিল করিম”
সমস্ত প্রশংসা মহান আল্লাহ তায়ালা যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টির পাশাপাশি সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার তাওফীক দান করেছেন। সাথে সাথে সাইয়্যেদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিনের দরবারে অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি, যে নবীকে আল্লাহ তায়ালা “ ওরাফায়ানা লাকা জিকরাকা” এর মর্যাদায় অধিষ্ঠিত করেছেন। আমি অত্যন্ত শোকরিয়ার সাথে আনন্দিত ও গর্বিত যে আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের মাদরাসা “ www.kim.edu.bd” নামক একটি ওয়েব সাইট প্রকাশ করতে পেরেছি। বর্তমান সময়ে ওয়েব সাইট একটি যুগপোযুগী উন্নত যোগাযোগ মাধ্যম । এটি একটি প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক ও অভিভাবকসহ সকলের সার্বিক সহযোগিতা করে, তেমনি দূরশিক্ষন দিতে সাহায্য করে। এতে করে জাতিকে সুশিক্ষিত, দক্ষতা ,ভ্রাতৃতাবোধ ও স্বশিক্ষিত হিসেবে গড়ে তুলে। আমরা তথা আমাদের কামালে ইশকে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজিল (স্নাতক) মাদরাসা এমন এক ইসলামিক আধুনিক জ্ঞান-বিজ্ঞানের প্রতিষ্ঠান যেখানে উন্নত, আদর্শ, যোগ্য নাগরিক তৈরি করতে সদা সচেষ্ট। কামালে ইশকে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপ্লেক্স ট্রাষ্ট, কামালে ইশকে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজিল (স্নাতক) মাদরাসার পরিচালনা পর্ষদ ও মাদরাসার দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের ৩ স্তরের প্রচেষ্টায় শিক্ষার্থীদের মানোন্নয়ন , তত্ত্বাবধান, মেধা বিকাশ, বিনোদন ও সকল পরিকল্পনার বাস্তবায়ন নিভিড়ভাবে করা হয়।
যার কারণে অত্র প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে শতভাগ ফলাফল অর্জনের পাশাপাশি ২০১১ সালে দাখিল পরীক্ষায় সমগ্র বাংলাদেশে সেরা ২০ মাদরাসার তালিকায় একাদশ তম এবং চট্টগ্রাম বিভাগে প্রথম হওয়ার গৌরব অর্জন করে। তাছাড়া ২০১২ সালে দাখিল পরীক্ষায় চট্টগ্রাম বিভাগের সেরা ২০ এর ১০ স্থান, ২০১৩ সালে চতুর্থ স্থান ও (জেডিসি) পরীক্ষায় সেরা ২০ এর মধ্যে ৯ম স্থান দখল করে। এই ওয়েব সাইটের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি নিশ্চিত করণ, সকল প্রকার ডাটা ও একাডেমিক কার্যক্রম ফি বেতন ঘরে বসেই ট্রানজিস্ট করতে সক্ষম হবে ইনশাল্লাহ।
এই কার্যক্রম যথাযথভাবে পালন করার জন্য অভিভাবকসহ , শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতা কামনা করি।